কাশিমপুর থানা প্রেসক্লাবের উদ্দ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন ।
আলমগীর কবীর
বৈশ্বিক কোভিড-(১৯)করোনা ভাইরাসের প্রকোপে মহামারীর উদ্ভুদ পরিস্থিতিতে জনজীবন বিপন্ন।গতকাল শনিবার ৯এপ্রিল২০২০ইং১৪রমজান গাজীপুর সিটিকর্পোরেশন ১নং ওর্য়াডস্থ সাবেক চক্রবর্তী পুলিশ ক্যাম্প সংলগ্ন স্বপন সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় কাশিমপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রেখে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রিন্ট ,ইলেকট্রিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মো:আলমগীর কবীর,অনলাইন নিউজ পোর্টাল“খবরের সময়”ডট কম এর সম্পাদকও প্রকাশক,দৈনিক প্রথমকথা,জেলা প্রতিনিধি-গাজীপুর ও সাবেক আইন বিষয়ক সম্পাদক,গাজীপুর জেলা প্রেসক্লাব, বাবুল হোসেন সাবেক সহসভাপতি আশুলিয়া প্রেসক্লাব,মো:সাইফুল ইসলাম মানিক,সাবেক সহসভাপতি,রির্পোটার্স ক্লাব,গাজীপুর ও,স্থাণীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন মনির এছাড়াও স্থাণীয় গন্যমান্যব্যক্তিবর্গগণ । ইফতারীর পূর্ব মহুর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মো:বিল্লার হোসেন সাজু,সভাপতি-কাশিমপুর থানা প্রেসক্লাব দৈনিক সাফকথা,জেলা প্রতিনিধি-গাজীপুর,মেহেদী হাসান,সাধারণ সম্পাদক কাশিমপুর থানা প্রেসক্লাব,চ্যানেল এস এর থানা প্রতিনিধি আশুলিয়া ঢাকা ।নুরে আলম জিকু,সাংগঠনিক সম্পাদক,কাসিমপুর থানা প্রেসক্লাব ।পরিশেষে দেশও জাতির কল্যানে মোনাজাত করে ইফতার মাহফিল সম্পন্ন কপা হয়